English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:০১

শিশির বলেছিলেন, ‘একমাত্র তুমিই পারবে’

অনলাইন ডেস্ক
শিশির বলেছিলেন, ‘একমাত্র তুমিই পারবে’

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়  পেল বাংলাদেশ। আর এ জয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবদান সবচেয়ে বেশি। তাইতো, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক ম্যাচসেরার ট্রফি নিতে সাকিবকে ডাকলেন। কিছুক্ষণ দুজনে ইংলিশে কথা বললেন। সাকিবের যেন মন ভরছিল না। বললেন,‘ আমি বাংলায় কিছু বলতে চাই।’ সেই বাংলায় জানালেন, শেষ রাতের কিছু ঘটনার কথা।

‘ছোট একটা ঘটনার কথা বলি। রাতে আমি আমার স্ত্রীকে বলছিলাম হয়তো জিততে পারবো না। ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। তখন সে আমাকে বলে, একমাত্র তুমিই আছ যে জেতাতে পারে।’ দর্শকদের উদ্দেশ্যে বলেন সাকিব। সাকিব এই ম্যাচে দশ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৯ রান করেন। প্রথম ইনিংসে দলের বিপদের সময় ১৫৫ রানের জুটি গড়ে দলকে ২৬০ রানের সংগ্রহ এনে দেন।

তৃতীয় দিন ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দুই উইকেট হারালেও ক্রিজে থেকে যান ওয়ার্নার- স্মিথ। ম্যাচ হেলে পড়ে অস্ট্রেলিয়ার দিকে। সাকিব বলেন, ‘দলের অনেকেই ভাবেনি ম্যাচটি জেতা সম্ভব। কিন্তু আপনারা দর্শকরা যারা মাঠে এসে বিশ্বাসটা রেখেছেন, তাদের জন্যই এটা সম্ভব হয়েছে।’