English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৭ ১৪:২৪

ম্যচ শেষে নিজের স্ত্রীকে নিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক
ম্যচ শেষে নিজের স্ত্রীকে নিয়ে যা বললেন সাকিব

সোনালি সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উচ্চতায় এখন সাকিব আল হাসান। ১০ বছরের ক্যারিয়ারে সাকিবের গায়ে সাফল্যের পালক ভর্তি। সর্বশেষ বুধবার এই মুকুটে যোগ হলো আরেকটি পালক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বাঁ-হাতি এই অলরাউন্ডার পেলেন পাঁচ উইকেট।

সাদা পোশাকে সব মিলিয়ে এটা সাকিবের ক্যারিয়ারের ১৭তম পাঁচ উইকেট শিকার। এছাড়া টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১০ উইকেট নিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

স্বভাবতই দারুণ সাফল্যের ফলাফল হাতে নাতে পেলেন সাকিব। ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার হাতে পেয়ে ধারাভাষ্যকারকে অনুরোধ করেন বাংলায় কিছু বলতে চান তিনি। মাইক্রোফোন হাতে নিয়ে সাকিব মাঠে আসা দর্শকদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘আপনারা আজ মাঠে এসেছেন তার মানে আপনাদের বিশ্বাস ছিল আমরা জিততে পারব। এটা আমাদের খুব অনুপ্রেরণা দিয়েছে। আর একটা কথা বলি গতকাল খেলা শেষে আমার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) এর সাথে কথা বলছিলাম। তখন আমি বলেছিলাম ম্যাচ টা মনে হয় আর জিততে পারব না। তখন আমর স্ত্রী (উম্মে আহমেদ শিশির) বলেছিল বাংলাদেশকে জিতালে একমাত্র তুমিই জিতাতে পারবে।’