English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৭ ১৩:৪৮

টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ টাইগারদের খেলা দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ।

ঢাকা টেস্টের শেষ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করে ২০ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া।

সরাসরি সম্প্রচারে টেলিভিশন স্ক্রিনে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। বড় পর্দায় প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে প্রধানমন্ত্রীর মাঠে ছুটে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও অনেকবার মাঠে ছুটে গিয়ে টাইগারদের উৎসাহ দিয়েছেন তিনি।