English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ১০:২৯

দিনের শুরুতেই সাজ ঘরে ফিরলেন স্মিথ

অনলাইন ডেস্ক
দিনের শুরুতেই সাজ ঘরে ফিরলেন স্মিথ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দিনের খেলার তৃতীয় এবং অস্টেলিয়ার ইঙনিংসের ১২ তম ওভারে মেহেদি মিরাজকে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে যান স্টিভ স্মিথ। অসি অধিনায়ক বাংলাদেশের জন্য এক বড় হুমতি হয়ে দাড়াতে পারতেন।

গতকাল মিরপুরে নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে দুঃস্বপ্নের ব্যাটিংয়ের পর বিকেলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বিপর্যয়ে কিছুটা উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। গতকাল ৯ ওভার ব্যাট করে ১৮ রান তুলতেই ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। নিজেদের পঞ্চাশতম টেস্ট ম্যাচ খেলতে নেমে কেবল তামিম ইকবাল আর সাকিব আল হাসানই পঞ্চাশ উর্ধ্বো ইনিংস খেলতে পেরেছেন। তবে সেঞ্চুরির দেখা পাননি কেউ। ব্যাট হাতে সাকিব সর্বোচ্চ ৮৪ এবং তামিম ৭১ রানের ইনিংস খেলেন।

গতকাল অসি ওপেনার ডেভিড ওয়ার্নার বিপদজনক হওয়ার আগেই তাকে ফেরান মিরাজ। নাইটওয়াচম্যাচ নাথান লায়নকে ফেরান সাকিব। আজ অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ওপেনার ম্যাট রেনশকে তাড়াতাড়ি সাজঘরে ফেরানোর প্রত্যাশা থাকবে বাংলাদেশের। সময়ের সঙ্গে উইকেট ভেঙে স্পিনে আরও বিপদজনক হয়ে উঠবেন মিরাজ ও সাকিবরা; এমনটাই প্রত্যাশা থাকবে টাইগার ভক্তদের।