English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ০৬:৩৪

ছিলেন মুশফিকুরের স্ত্রী, হঠাৎই হলেন তাঁর ‘দিদি’, কীভাবে বদলে গেল সম্পর্ক

অনলাইন ডেস্ক
ছিলেন মুশফিকুরের স্ত্রী, হঠাৎই হলেন তাঁর ‘দিদি’, কীভাবে বদলে গেল সম্পর্ক

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফের বাইশ গজের বাইরে উত্তাল। এবার সমস্যার কেন্দ্রে স্বয়ং মুশফিকুর রহমান।

রবিবারেই বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় প্রথম টেস্টে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তার মধ্যেই এবার ফের বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বৈরথে উত্তাল সোশ্যাল মিডিয়া। দুই দেশের সমর্থকরাই রণংদেহী মেজাজে পরস্পরের প্রতি বিষোদগার করতে ব্যস্ত। কিন্তু কারণ কী? জানা গিয়েছে, এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বয়ং মুশফিকুর রহিম। অথচ বিতর্কে তাঁর কোনও ভূমিকাই নেই। পুরো ঘটনায় অভিযোগের তির পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের দিকে। পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি চ্যানেল নিজেদের ফেসবুক পেজে সস্ত্রীক মুশফিকুর রহিমের ছবি পোস্ট করেছিল। সেখানে বিতর্কের লেশমাত্র ছিল না। এতদূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এরপরেই বাঁধে বিপত্তি।