English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৭ ১৪:২৫

৫০তম টেস্টে সাকিবের ৫০

অনলাইন ডেস্ক
৫০তম টেস্টে সাকিবের ৫০

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ নিজের ৫০তম টেস্ট খেলছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে টাইগার অলরাউন্ডার চাইবেন ম্যাচটা স্মরণীয় করে রাখতে। সাকিবের ব্যাটিং থেকে ইতোমধ্যে সেই নমুনা মিলেছে।

১০ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনারে থেকে টেনে তোলার রশি ধরেছেন সাকিব। তুলে নিয়েছেন ঝকঝকে ফিফটি। এটি তার ক্যারিয়ারের ২২তম অর্ধশতক। ৬৫ বলে ৭টি চারের সাহায্যে সাকিব তার অর্ধশতক পূর্ণ করেছেন।

২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। সাদা পোশাকে আজকের ম্যাচের আগে ৪৯টি টেস্টে ৩৪৭৯ রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন ১৭৬ উইকেট। সর্বোচ্চ ইনিংস ২১৭ রানের। রয়েছে ২১টি অর্ধশতক আর ৫টি শতক। আর সেরা বোলিং ৩৬ রানে ৭ উইকেট।

৫০তম টেস্ট ছাড়াও আরেকটি মাইলফলক ডাকছে সাকিবকে। অস্ট্রেলিয়া বাদে সবকটি টেস্ট দলের বিপক্ষে বোলিংয়ে পাঁচ উইকেট পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট পেলে চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়বেন সাকিব।