English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৭ ১১:০০

পাঁচ ওভারে তিন উইকেট নেই বাংলাদেশের

অনলাইন ডেস্ক
পাঁচ ওভারে তিন উইকেট নেই বাংলাদেশের

প্যাট কামিন্সে কাঁপছে বাংলাদেশ। মাত্র দুই ওভার বোলিং করে বাংলাদেশের তিন তিন জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ার  ২৪ বছর বয়সী পেসার।

এ প্রতিবেদন লেখার সময় নিজেদের প্রথম ইনিংসে ৪.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট করছেন তামিম ইকবাল (৬) ও সাকিব আল হাসান (০)। আউট হয়েছেন সৌম্য সরকার (৮), ইমরুল কায়েস (০) ও সাব্বির রহমান (০)।

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ১.৩ ওভারে অসি পেসার প্যাট কামিন্সের বলে ভাগ্য গুণে আউট হওয়া থেকে বেঁচে যান বাঁহাতি ওপেনার। হঠাৎ লাফিয়ে ওঠা বল থার্ড স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি লাইন স্পর্শ করলে ইনিংস লম্বা করার সুযোগ পান সৌম্য। কিন্তু তা হয়নি। কামিন্সের করা একই ওভারের পঞ্চম বলে স্লিপে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন সৌম্য। দুই বাউন্ডারিতে ৮ বলে ৮ রান করেন তিনি।

এরপর ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেননি ইমরুল কায়েসও। তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে কোনও রান যোগ করার আগেই চতুর্থ ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অভিজ্ঞ এ ক্রিকেটার। দলীয় ১০ রানে দুই উইকেট হারানোর পর সবাই তাকিয়ে ছিল প্রমোশন পেয়ে চার নম্বরে ব্যাটিংয়ে নামা সাব্বির রহমানের দিকে। কিন্তু তিনিও ফ্লপ। সেই চতুর্থ ওভারের শেষ বলে আউটসাইডএডজ হয়ে বিদায় নেন ডানহাতি ক্রিকেটার।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

অনেক আলোচনা ও সমালোচনার পর মুমিনুল হক স্কোয়াডে জায়গা পেলেও সেরা একাদশে জায়গা হয়নি তার। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকার। ওয়ান ডাউনে ইমরুল কায়েস। এরপর সাব্বির রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মিডল অর্ডারে জায়গা হয়েছে নাসির হোসেনের। তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। সাকিবের সঙ্গী মিরাজ ও তাইজুল। পেস বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গী প্রস্তুতি ম্যাচে ভালো করা শফিউল ইসলাম।

অস্ট্রেলিয়াও দুই বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছেন। প্যাট কামিন্সের সঙ্গী জস হ্যাজলউড। অন্যদিকে ২০১৩ সালের পর প্রথমবার অসি দলে ফিরেছেন স্পিনার অ্যাস্টন অ্যাগার।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশা, উসমান খাজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও নাথান লিওন।