English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১২:২১

মিরপুর টেস্টের টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
মিরপুর টেস্টের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ থেকে ম্যাচটির টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এবার কোন ব্যাংকে টিকিট বিক্রি করা হবে না।

টিকিট পাওয়া যাবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত। আজ এবং ম্যাচের দিনগুলোতে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটের মূল্য সর্বোচ্চ এক হাজার টাকা। আর সর্বনিম্ন মূল্য ৫০ টাকা। টিকিটের মূল্য: গেট-১: উত্তর গ্যালারি ৮০, শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর) ১০০০ টাকা। গেট-৩: গ্র্যান্ড স্ট্যান্ড (উত্তর) ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড (দক্ষিণ) ৫০০ টাকা, ডিরেক্টরস এনক্লোজার ৫০০ টাকা, বিসিবি ডিনিটারিস ৫০০ টাকা। গেট-৪: শহীদ মুশতাক স্ট্যান্ড ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, দক্ষিণ গ্যালারি ৮০, বিসিবি ডিরেক্টরস লাউঞ্জ ১০০০ টাকা। গেট-৫: পূর্ব গ্যালারি ৫০ টাকা।