English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৭ ১৪:৪৬

অস্ট্রেলিয়াকে হারানোর যে কৌশল জানালেন তামিম

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়াকে হারানোর যে কৌশল জানালেন তামিম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বহু কাঙ্খিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২৭ আগস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেষ্ট খেলতে সকাল ১০ টায় মুখোমুখি হবে দুই দল। অজিদের হারাতে সেশন থেকে সেশন আগাতে চান তামিম ইকবাল। বুধবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে হাউজুয়ে মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সাথে আলাপকালে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নিজের মতামত জানান তামিম।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে দেখে আগে থেকেই হেরে যাবে এমনও নয়। ওরা খুব পেশাদার একটি দল। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা। ওদেরকে হারাতে হলে প্রত্যেকটা সেশন বলেন, আর প্রত্যেকটা বল বলেন প্রতিটিতেই আমাদেরকে ভালো করতে হবে। ছোট ছোট স্টেপ নিতে হবে। আর ওই প্রতিটা ছোট ছোট স্টেপেই জিততে হবে। এরপর তাদেরকে হারানোর চিন্তা।’

তবে হোম কন্ডিশনের সুবিধা নিয়েই ভালো খেলে জেতার কথা বলেন তামিম, ‘আসলে আমার কাছে যেটা মনে হয় দেখেন, আমরা হোম কন্ডিশনে খেলছি। আমাদের একটা সুবিধা থাকবেই; কিন্তু খেলার আগেই আমরা জিততে পারবো না। আমাদের পাঁচটি দিন ভাল করে খেলে, প্রত্যেকটা সেশনে ফাইট করে তবেই জিততে হবে।’