English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১৫:৫৪

অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ার সেই 'টাইগার শত্রু'!

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ার সেই 'টাইগার শত্রু'!

আলিম দার এবং ইয়ান গোল্ড, ক্রিকেট বিশ্বে তারা বিখ্যাত হলেও বাংলাদেশের কাছে কুখ্যাত আম্পায়ারের নাম। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে টাইগার ভক্তদের কাছে রীতিমতো শত্রু বনে গেছেন এই দুই আম্পায়ার।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য আম্পায়ার প্যানেলের নাম ঘোষনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা (আইসিসি)।

আইসিসির এলিট প্যানেলের তিন আম্পায়ার আলিম দার (পাকিস্তান), ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও নাইজেল লং (নিউজিল্যান্ড) বাংলাদেশ সিরিজে খেলা পরিচালনা করবেন।

ঢাকা টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আলিম দার এবং নাইজেল লং। ইংলিশ ম্যান ইয়ান গোল্ড থাকবেন টিভি আম্পায়ারের দায়িত্বে।

চট্টগ্রাম টেস্টে ইয়ান গোল্ড এবং নাইজেল লং অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন আলিম দার। এই সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে।

জানিয়ে রাখা ভালো, দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টটি মিরপুরের হোম অফ ক্রিকেটে আগস্টের ২৭ তারিখ শুরু হবে। আগামী মাসের চার তারিখ চট্রগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল।