English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৭ ১৬:১৪

সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেন মাশরাফি

অনলাইন ডেস্ক
সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেন মাশরাফি

কয়েকদিন ধরেই বাংলাদেশে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অসুস্থতায় ভুগছিলেন। কাশির সাথে রক্ত যাবার কারণে হাসপাতালেও গিয়েছিলেন।

তবে সেখানে ভর্তি না হয়ে গত কয়েকটা দিন বাসায় বিশ্রামে ছিলেন। অবশেষে সুস্থ হয়ে অনুশীলনের ফিরলেন টাইগার দলপতি। বিশ্রামের পর আজ বুধবার প্রথম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন তিনি। এরপর জিমনেশিয়ামে বেশ কিছু সময় অনুশীলন করেন।  

প্রসঙ্গত, আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে টাইগাররা ক্যাম্প করতে চট্টগ্রাম থাকলেও, টেস্ট থেকে অবসর নেওয়া মাশরাফি আছেন ঢাকাতেই।