English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৭ ১৬:১১

তামিম-সৌম্যের উড়ন্ত সূচনা

অনলাইন ডেস্ক
তামিম-সৌম্যের উড়ন্ত সূচনা

গল টেস্টের প্রথম দিনের ৩২১ রানের সাথে ১৭৩ রান যুক্তকরে সবকটি উইকেট হারিয় ৪৯৪ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার খেলে কোন উইকেট না হারিয়ে ৪০ রান। ক্রিজে আছেন তামিম (২৩) ও সৌম্য (১৭)। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯৪/১০। আউট: থারাঙ্গা (৪), করুনারত্নে (৩০), চান্দিমাল (৫), গুনারুত্নে (৮৫), মেন্ডিস (১৯৪), ডিকভেলা (৭৫), রঙ্গনা হেরাথ (১৪), লাকমাল (৮), পেরেরা (৫১), সান্দাকান (৫)। বোলার: মোস্তাফিজ (২), তাসকিন (১), সুভাশীষ (১), মেহেদী (৪) ও সাকিব (১) বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০/০। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও টেন থ্রি। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সুভাশীষ রয়। শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ, দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লাকশান সান্দাকান।