English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১১

ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ম্যানইউর জয়

নিজস্ব প্রতিবেদক
ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ম্যানইউর জয়

আবারো জ্বলে উঠলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। রেড ডেভিলসদের হয়ে করলেন নিজের প্রথম হ্যাটট্রিক। তার দুর্দান্ত পারফরমেন্সে ফরাসি ক্লাব সেইন্ট এতিয়েনকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো ইংলিশ জায়ান্টরা।

বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর ১৫ মিনিটে ম্যানইউকে লিড এনে দেন ইব্রাহিমোভিচ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা। ৭৫ মিনিটের মা‍থায় ব্যবধান দ্বিগুণ করে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান তিনি।   নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পেনাল্টি থেকে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ইব্রা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।