English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫৭

বসুন্ধরা ফুটসাল এর ফাইনাল আজ

অনলাইন ডেস্ক
বসুন্ধরা ফুটসাল এর ফাইনাল আজ

'বসুন্ধরা স্পোর্টস কার্নিভাল-২০১৬' এর সেভেন-এ সাইড ফুটসাল ফাইনাল আসর বসতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল প্রশিক্ষণ মাঠে শিরোপা লড়াইয়ে নামবে ইডাব্লিউএমজি এবং বিআইএইচকিউ-১। দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে প্রথম সেমিফাইনালে ইডব্লিউপিডি কে টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে ইডাব্লিউএমজি। দ্বিতীয় সেমিফাইনালে বিআইএইচকিউ-২ (লাল) কে ৩-২ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট পায় বিআইএইচকিউ-১।

আকর্ষণীয় এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নিউজ টোয়েন্টি-ফোর। ম্যাচটির ধারাভাষ্য শোনা যাবে ক্যাপিট্যাল এফ এম ৯৪.৮ এ।