English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:০৬

পিএসএলে মাহমুদউল্লাহের শুরু সূচনা

নিজস্ব প্রতিবেদক
পিএসএলে মাহমুদউল্লাহের শুরু সূচনা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে পড়েছেন মাহমুদউল্লাহ! এই প্রথম দেশের বাইরে কোনো টি-টুয়েন্টি আসরে খেলার অভিজ্ঞতা হলো তার। বাংলাদেশি এই ব্যাটসম্যান কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অভিষেকেই ব্যাট হাতে উজ্জ্বল।

বুধবার শারজায় ৬ নম্বরে ব্যাট করতে নেমে চাপের মুখে ২৯ রানে অপরাজিত থেকেছেন মাহমুদউল্লাহ। তার দলের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান মাহমুদউল্লাহার। চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান তুলেছে কুয়েটা।

এবারের পিএসএলে খেলার সুযোগটা একেবারে শেষদিকে পেয়েছেন মাহমুদউল্লাহ। এই অল রাউন্ডার অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের জায়গায় খেলছেন কুয়েটায়। আর প্রথম ম্যাচে ২০ বলে ২ চার ও ১ ছক্কায় যে ২৯ রান করেছেন মাহমুদউল্লাহ তা দলের জন্য বেশ বড় কিছু। থিসারা পেরেরার সাথে ষষ্ঠ উইকেটে মূল্যবান ৪৬ রানের জুটিও গড়েছেন। যা ভেঙেছে ইনিংসের শেষ বলে। এই জুটি ওভার প্রতি সাড়ে ৯ রান এনে দিয়েছে।

কুয়েটা সরফরাজ আহমেদের দল। কেভিন পিটারসেন এই দলে। রাইলি রুসোও আছেন। কিন্তু এদিন পাকিস্তানিদের মধ্যে আসাদ শফিক (৪৬), আহমেদ শেহজাদ (২৬) এবং বিদেশিদের মধ্যে মাহমুদউল্লাহর সাথে থিসারা (২৬) রান করলেন। মোহাম্মদ সামি ও শেন ওয়াটসন ২টি করে উইকেট নিয়েছেন। ৮৫ রানে ৪ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ব্যাট করতে নামেন। অভিষেকেই বলার মতো কিছু নিয়েই হার না মেনে পরে ইনিংস শেষ করেছেন টাইগার ব্যাটসম্যান। এখন দেখা তার হাতে প্রয়োজনে বলও ওঠে কি না।

ও হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে পিএসএলে খেলতে যাওয়া বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল মাঠে নামবেন বৃহস্পতিবার। বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটাররই খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তাদের ম্যাচ আবার মাহমুদউল্লাহর কুয়েটার বিপক্ষে। সুতরাং, তামিম-সাকিবের প্রতিপক্ষ হচ্ছেন মাহমুদউল্লাহ। তিন ম্যাচের দুটিতে জিতে শহীদ আফ্রিদির পেশোয়ার জালমিই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। চলমান ম্যাচের আগে খেলা দুই ম্যাচই জিতেছে কুয়েটা।