English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০৮

সানিকে দেখে আদালতে কাঁদলেন নাসরিন

নিজস্ব প্রতিবেদক
সানিকে দেখে আদালতে কাঁদলেন নাসরিন

ক্রিকেটার আরাফাত সানিকে দেখে আদালতের ভেতরেই কান্নাকাটি করলেন তাঁর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। কাঁদতে কাঁদতে নাসরিন বলছিলেন, আমি তাকে দেখে খুব কষ্ট পাচ্ছি। হাজার হলেও সে আমার স্বামী।

বুধবার বেলা ২টায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন শুনানির জন্য সানিকে সাইবার ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ সময় নাসরিন সুলতানাও আদালতে হাজির হন। নাসরিন সানিকে দেখে কাঁদতে থাকেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, সানির জন্য আমার কষ্ট হচ্ছে। আমি চাই এ কষ্ট থেকে সানি মুক্তি পাক। সানি বলেছে তাকে কারাগার থেকে বের করলে সে আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করে নেবে।  

সানির আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু সানির পক্ষে জামিন শুনানি করেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মুরাদুজ্জামান মুরাদ। হিরু জামিন শুনানিতে বলেন, মামলাটি ঘটনার অনেক পরে করা হয়েছে। সানি জাতীয় ক্রিকেট দলের একজন সদস্য। তাই তাকে জামিন দেয়া হোক।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম তার জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, নাসরিনের ছবি সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে অপরাধ করেছে। সে যদি তার স্ত্রী হয় তাও ছবি প্রকাশ করতে পারে না। শুনানি শেষে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।