English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪৮

সিঙ্গাপুর গেলো বাংলাদেশ নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর গেলো বাংলাদেশ নারী ফুটবল দল

চলতি মাসের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সিঙ্গাপুর-২০১৭’। 

এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদশে জাতীয় মহিলা ফুটবল দল আজ বুধবার দুপুর পৌনে ২টায় রিজেন্ট এয়ারওয়েজের ‘আরএক্স-০৭৮৪’ ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।

এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও স্বাগতিক সিঙ্গাপুর দল। বাংলাদেশ মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যান্য দেশের জাতীয় দল খেললেও বাংলাদেশ দলে জাতীয় দলের খেলোয়াড় থাকছে মাত্র ৪ জন। বাকিরা অনূর্ধ্ব-১৬ দলের। 

বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এরপর ১৭ তারিখ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা।