English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৩২

ম্যাঞ্চেস্টার সিটির জয়ের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
ম্যাঞ্চেস্টার সিটির জয়ের ধারা অব্যাহত

স্পোর্টস ডেস্ক : ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার রাতে বোর্নমাউথকে ২-‌০ গোলে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি।

মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করলেও পেপ গুয়ারদিওলার শীর্ষরা মাঝপথে ছন্দ হারিয়ে ফেলায় বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করে অনেকটাই পিছিয়ে পড়েছিল সিটি। 

গত কয়েকটি ম্যাচে অবশ্য আবারও আলোর মুখ দেখছে তারা। এদিনও তার ব্যতিক্রম হল না। বোর্নমাউথের বিরুদ্ধে সিটির হয়ে প্রথমার্ধে রহিম স্টার্লিং গোল করে দলকে এগিয়ে দেন। ব্যবধান বাড়ে খেলার ৬৯ মিনিটে। বোর্নমাউথের ডিফেন্ডার টাইরন মিংস আত্মঘাতী গোল করে বসায়। 

এজয়ের ফলে সিটি ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা চেলসির ঠিক পরেই অবস্থান করছে।