English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:০০

ম্যাচ শেষে মুশফিকের সাফ কথা

নিজস্ব প্রতিবেদক
ম্যাচ শেষে মুশফিকের সাফ কথা

ম্যাচের শেষে সাক্ষাৎকারে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিক ভারতের বিপক্ষে সোমবার ২০৮ রানের হার মেনে নেওয়ার পর দলের ফিল্ডিংটাকেই কাঠগড়ায় দাঁড় করালেন।

মুশফিক জানালেন, 'বোলিংয়ে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। ভারতকে ৫৫০ বা ৬০০ রানেও বেধে ফেলতে পারলে আমাদের সুযোগ থাকতো। দ্বিতীয় ইনিংসটা কঠিন হয়ে দাঁড়ায়। ভারতের অনেক অপশন ছিল। শুধু স্পিনাররা না। তাদের ফার্স্ট বোলাররাও দারুণ করেছে।'

এর সাথে 'মেহেদী ব্যাটে বলে ভালো করেছে। তাইজুল ভালো বল করেছে। ছেলেদের নিয়ে আমি গর্বিত। কারণ আমরা দুই ইনিংসেই ১০০ ওভারের বেশি ব্যাট করেছি। কিন্তু আমার মনে হয় ফিল্ডিং আমাদের ডুবিয়েছে। পাঁচদিনই আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে বড়দের চাপে ফেলতে পারবো।'