English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:১৩

ভারতকে চেপে ধরেছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
ভারতকে চেপে ধরেছে টাইগাররা

ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে প্রথম ইনিংসে ৩৮৮ রান করলো বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ১২৭ রান। আর মেহেদী হাসান মিরাজ করেন ৫১। এর আগে তৃতীয় দিনে সাকিব করেছিলেন ৮১ রান। মূলত তাদের রানের উপর ভর করেই ফলোঅন এড়ায় বাংলাদেশ।

এদিন টেস্ট ক্যারিয়ারে নিজের ৫ম শতক তুলে নিলেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম। ২৪৩ বলের ইনিংসে ছিলো ১৩টি চার ও একটি ছক্কা।   নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসকিনের জোড়া আঘাতে টালমাটাল ভারত। এছাড়া সাকিবের ঘূর্ণিতে ৩৮ রানে বিদায় নেন বিরাট কোহলি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে সংগ্রহ ৩ উইকেটে ১০৫ রান।