English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৩০

পারলেন না মেহেদী মিরাজ

অনলাইন ডেস্ক
পারলেন না মেহেদী মিরাজ

ইনিংসটাকে আর বড় করতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। পারলেন না অধিনায়কের সঙ্গে বড় একটি জুটি গড়ে দলকে ফলো অন থেকে বাঁচাতে। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনের প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। দলীয় ৩২২ রানে আউট হওয়ার আগে আজ আর কোনো রান যোগ করতে পারেননি মিরাজ।  ভুবনেশ্বর কুমারের লেট ইন সুইংয়ে পরাস্ত হয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন এই তরুণ।

 

ফলো অন এড়াতে বাংলাদেশের আরও ১৬৬ রান দরকার। তবে ভারত ফলো অন করাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। স্পষ্ট করে বললে, ভারতকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে বাংলাদেশের চাই ৪৬৬ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮২ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক। তার নতুন সঙ্গী হয়েছেন তাইজুল ইসলাম। দেখা যাক তিনি মুশফিককে কতক্ষণ সঙ্গ দিতে পারেন।