English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫৯

মহা বিপর্যয়ে বাংলাদেশ, ফিরে গেলেন মাহমুদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
মহা বিপর্যয়ে বাংলাদেশ, ফিরে গেলেন মাহমুদুল্লাহ

ধৈর্যের পরীক্ষা দেয়ার কথা ছিল টাইগারদের, সেখানে একের পর এক উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে এখন মুশফিকরা। ফলোঅন এড়ানোর কঠিন লড়াইয়ে টেস্টের তৃতীয় দিন সকালটা কিছুতেই রঙিন হয়ে উঠছে না। শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানই ফিরে যান সাজঘরে। 

এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান জুটি গড়ে বিপর্যয় এড়ানোর লড়াইয়ে নামেন। কিন্তু কাজ হয়নি। মাহমুদুল্লাহ ২৮ রানে ইশান্ত শর্মার শিকার। এ পেসারের ইনসুইং সামাল দিতে পারেন নি মাহমুদউল্লাহ। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে! ব্যস, লেগ বিফোর উইকেট। ভাঙ্গে ৪৫ রানের জুটি। 

শনিবার প্রথম সেশনে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের ১ম ইনিংসে সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৬ ওভারে করেছে ১১৩ রান। ফলোঅন এড়াতেই এখনো আরো প্রয়োজন ৩৭৫ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান ২৭ ও মুশফিকুর রহীম ০ রানে। দুঃখজনক হলেও সত্য টেস্ট ম্যাচেই কীনা রান আউটে কাটা পড়লেন তামিম ইকবাল। দুই রান নিতে গিয়ে সতীর্থ মমিনুল হকের সঙ্গে ভুল বোঝাবুঝিতেই রান আউট এই ওপেনার। এমন তাড়াহুড়োর কী প্রয়োজন ছিল তারাই বলতে পারবেন! ফিরলেন ২৫ রানে। এর কিছুক্ষণ পর তার পথ ধরলেন মুমিনুল হকও। উমেশ যাদবের বলে এলবিডাব্লিউ! ১২ রানে আউট এই ওয়ানডাউন ব্যাটসম্যান। ব্যাটিং স্বর্গে ভারত রীতিমতো রানের পাহাড়ে উঠে বসেছে। ১৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১ম ইনিংসে ৬৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। ভারতের সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসের তালিকায় থাকল পঞ্চমস্থানে। শুক্রবার হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে টাইগাররা ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলে। সৌম্য সরকার ফিরে যান ১৫ রানে।

এর আগে হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন ঋদ্ধিমান সাহা আর বিরাট কোহলির ব্যাটে ডাবল সেঞ্চুরি। 

১০৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ঋদ্ধিমান। রবীন্দ্র জাদেজা ৬০ রান নিয়ে ফিরেছেন হার না মেনে। আর বিরাটের ব্যাটে ২০৪। টানা চার সিরিজে চারটি ২০০ ছাড়ানো ইনিংস। টেস্ট ইতিহাসে এমন কীর্তি এর আগে কেউ গড়তে পারেনি! স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কে টপকে গিয়ে এই রেকর্ড গড়েন কোহলি।

রাজিব গান্ধী স্টেডিয়ামে ‘ঐতিহাসিক’ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে কোহলির ভারত। ব্যাটিং স্বর্গে তারা যে স্কোর গড়েছে তার সামনে নিতান্ত অসহায়ই মনে হচ্ছে সফরকারীদের।

সংক্ষিপ্ত স্কোর- ভারত ১ম ইনিংস: ১৬৬ ওভারে ৬৮৭/৬ ইনিংস ঘোষণা (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬* অশ্বিন ৩৪, জাদেজা ৬০*; তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ২/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদউল্লাহ ০/১৬)।