English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:২২

শতরান পেরিয়ে টাইগাররা

অনলাইন ডেস্ক
শতরান পেরিয়ে টাইগাররা

হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনে দিনের শুরুতে তামিম মমিনুলের উইকেট হারিয়ে ১০০ রান পেরিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন ৪২ রানে ১ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিন মাত্র ২ রান যোগ করতেই হারায় তামিম ইকবালকে। তাকে অনুসরণ করেন মমিনুল হক।

ভারতের ছুড়ে দেয়া ৬৮৭ রানের লিড তারা করে তৃতীয় দিন মাঠে নেমেই উইকেট হারাল বাংলাদেশ। 

এর আগে দ্বিতীয় দিনে কোহলির ডাবল সেঞ্চুরি ও ঋদ্ধিমান শাহার সেঞ্চুরির কল্যাণে ৬৬৭ রান করে ৬ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। বড় সংগ্রহ তারা করতে নেমে দিন শেষ হওয়ার আগেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ।   শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান ৩ উইকেটে। অপরাজিত আছেন সাকিব(১৮) ও মাহমুদুল্লা রিয়াদ (১৯) রানে।