English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:০৩

ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে বার্সা

নিজস্ব প্রতিবেদক
ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে বার্সা

স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রের ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার রাতে মাঠে নামবে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু-ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লুইস এনরিকের দল। প্রথম লেগে অ্যাতলেটিকোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। ফলে ফিরতি পর্বে ড্র হলে অথবা ০-১ গোলে হেরে গেলেও ফাইনালে উঠে যাবে কাতালানরা। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

বার্সেলোনার জন্য অস্বস্তির সংবাদ হলো- গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারকে ছাড়াই নামতে হবে তাদের। প্রথম লেগে টুর্নামেন্টের তৃতীয় হলুদ কার্ড দেখায় ফিরতি পর্বে নিষিদ্ধ থাকবেন  এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে নেইমারের অভাব পূরণ করতে সক্ষম লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

অ্যাতলেতিকো-বাধা টপকে ফাইনালে যেতে পারলে হ্যাটট্রিক শিরোপার পথ আরো সুগম হবে বার্সেলোনার। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে লড়বে সেল্টা ডি ভিগো ও আলাভেস। দুই দলের মধ্যকার প্রথম লেগটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ফাইনালে উঠতে পারলে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সার জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই অপেক্ষা করছে।