English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:১৪

বাংলাদেশের ইনিংস ঘোষণা ২২৪ রানে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ইনিংস ঘোষণা ২২৪ রানে

ভারত ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৮ উইকেটে ২২৪ রানে তারা দুই দিনের ম্যাচের প্রথম দিনে ইনিংস ঘোষণা করে। এখন ব্যাট করছে ভারত এ দল। দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে করেছে ৯০ রান। পাঞ্চল ৪০ এবং সাইরাস আইয়ার ২৯ রানে ক্রিজে রয়েছেন।

বাংলাদেশ ইনিংস ঘোষণার সময় লিটন দাস ২৩ এবং তাইজুল ইসলাম ৪ রানে ক্রিজে ছিলেন।

এই ইনিংসের মাধ্যমে জাতীয় দলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন লিটন দাস। লিটন দাস ৩৫ বলে ২টি চার আর ১টি ছক্কার সাহায্যে এই স্কোর করেন।

এর আগে সৌম্য সরকার হাফসেঞ্চুরি করেছিলেন। তবে মুশফিকুর রহীম আর সাব্বির রহমান ৫ম উইকেটে বড় স্কোরের সম্ভাবনা সৃষ্টি করেছিলেন। কিন্তু সাব্বির ৩৩ আর মুশফিক হাফসেঞ্চুরি করে বিদায় নেন। ফলে আবার ব্যাকফুটে পড়ে বাংলাদেশ।

ভারত সফরে এটাই বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ এর পর ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে।