English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:১৯

অনুশীলনে টাইগাররা

অনলাইন ডেস্ক
অনুশীলনে টাইগাররা

ভারতের বিপক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে মাঠে নামবে টাইগাররা। খেলার আগে মাঠটি দেখা দরকার ছিলো। সেটা হয়ে গেল আজ। 

একটা কাকতালীয় ঘটনা অনেকে হয় তো ভুলেই গেছেন। বাংলাদেশের   ইতিহাসের প্রথম ওয়ানডে জয়ের দেখা পেয়েছিল এই হায়দ্রাবাদে। আর সেখানেই ভারতের মাটিতে ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামবে মুশফিকুর রহীমের দল। তবে স্টেডিয়াম ভিন্ন। ১৯৯৮ সালে আকরাম খানের বাংলাদেশ দল লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে দেশের প্রথম ওয়ানেডটা জিতেছিলেন কেনিয়ার বিপক্ষে। সেটি ছিল ভারতসহ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচ।

হায়দ্রাবাদ তাই এই প্রজন্মের ইতিহাস জানা টেস্ট খেলোয়াড়েদের জন্যও প্রেরণার উৎস। তাদের অবশ্য টেস্ট ম্যাচটা খেলতে হবে রাজিব গান্ধী স্টেডিয়ামে শুক্রবার দুপুরের মুশফিকরা শরীরের জড়তা ভাঙে ফুটবল খেলে। তারপর শুরু হয় নিয়মিত প্র্যাকটিস।শনিবার নিয়মিত অনুশীলন করতে হবে।

রোববার শুরু দুইদিনের প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ভারত ‌'এ' দল। ম্যাচটি হবে কাছেই সিকান্দারাবাদের জিমখানা মাঠে।