English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৪২

সানিও তার মায়ের বিরুদ্ধে এবার বোমা ফাঁটালেন নাসরিন (ভিডিও)

অনলাইন ডেস্ক
সানিও তার মায়ের বিরুদ্ধে এবার বোমা ফাঁটালেন নাসরিন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: এবার ক্রিকেটার আরাফাত রহমান সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। তাঁর স্ত্রী বলে দাবিদার ওই তরুণীর এমন অভিযোগে আদালত তরুণীর জবানবন্দি রেকর্ড করে তা তদন্তে মোহাম্মদপুর থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ওই তরুণী ঢাকার ৪ নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। 

গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছিলেন এই তরুণী। পরে তিনি ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। আদালত নালিশি এই মামলা আমলে নিয়ে আরাফাত সানির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৫ এপ্রিল সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন আদালত।