English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৩

এক বছর নিষিদ্ধ আন্দ্রে রাসেল

নিজস্ব প্রতিবেদক
এক বছর নিষিদ্ধ আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল শেষ পর্যন্ত এক বছরের জন্য নিষিদ্ধ হলেন। জ্যামাইকার কিংস্টনে বসেছিল বিচার। তা ডোপ টেস্ট এড়িয়ে যাওয়া নিয়ে। দীর্ঘদিন থেকে চলে আসা সমস্যার সমাধান হলো রাসেলকে এক বছর নিষিদ্ধ করার মধ্য দিয়ে। জ্যামাইকার অ্যান্টি ডোপিং প্যানেল মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করেছে।

রাসেলের শাস্তি শুরু ৩১ জানুয়ারি ২০১৭ থেকে। তার মানে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি। ২০১৫ সালে ১২ মাসের মধ্যে তিনবার রাসেল ডোপ টেস্ট এড়িয়েছেন। বারবার ডাক পড়ার পরও ডোপ টেস্ট দেননি। এমন ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এক বছরের নিষেধাজ্ঞার আইন। তিন সদস্যের অ্যান্টি ডোপিং প্যানেল সেই শাস্তিটাই শুনিয়েছে। 

রাসেল অবশ্য এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন। ২০১৬ সালে মার্চে রাসেলের বিরুদ্ধে জ্যামাইকা অ্যান্টি ডোপিং এজেন্সি চার্জ আনে। তখন টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে ছিল বলে বিষয়টি একটু চাপা পড়ে। রাসেলরা বিশ্বকাপ জেতার পর আবার তা জেগে ওঠে। এতদিন শুনানি চলছিল। 

আত্মপক্ষ সমর্থন করে রাসেল বলেছিলেন, তিনি ডোপ টেস্ট এড়িয়ে যাননি। সারা বিশ্বে ক্রিকেট খেলে বেড়ান। নানা ব্যস্ততার কারণে কাজটা করে উঠতে পারেননি। কিন্তু বিচারকরা অবজ্ঞার বিষয়টি বড় করে দেখে শাস্তি শুনিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে রাসেলের সামনের অ্যাসাইনমেন্ট পাকিস্তান সুপার লিগ মিস করার বড় সম্ভাবনা আছে। 

৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এর মধ্যে তার পিএসএল ফ্রাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভেন ফিনকে রাসেলের জায়গায় দলে টেনেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেন। সেখানেও রাসেলের দলকে ফেব্রুয়ারির নিলামে রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের কথা ভাবতে হতে পারে। একই কথা বছর শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাসেলের ফ্রাঞ্চাইজির জন্য প্রযোজ্য। 

নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত বহাল থাকলে রাসেল ইংলিশ টি-টুয়েন্টি ব্ল্যাস্টে নটিংহামশায়ার ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তাল্লাওয়াসের সাথে খেলা মিস করবেন।