English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ২১:০৭

টাইগারদের বিপক্ষে ভারতীয় দল ঘোষণা

অনলাইন ডেস্ক
টাইগারদের বিপক্ষে ভারতীয় দল ঘোষণা
ভারতীয় ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে হায়দ্রাবাদে একমাত্র টেস্ট খেলার জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দিল্লিতে আইসিসি’র এই বৈঠক শেষে দল ঘোষণা করেন নির্বাচকরা।

মঙ্গলবার ঘোষিত দলে ফিরে এসেছেন উইেকটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। বাদ পড়েছেন পার্থিব প্যাটেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষটায় ঋদ্ধিমানের ইনজুরির কারণে ভারত দলে ফিরেছিলেন পার্থিব। কিন্তু এক নম্বর উইকেটকিপারকে জায়গাটা ছেড়ে দিতে হলো। প্রায় ছয় বছর পর ব্যাটসম্যান অভিনব মুকুন্দ টেস্ট দলে ফিরেছেন।

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় সম্ভাব্য টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, উমেশ যাদব, ইশান্ত শর্মা্, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডিয়া।