English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৫:২০

মুশফিক-ইমরুল-মমিনুলরা আজ ফিটনেস পরীক্ষা দিচ্ছেন

অনলাইন ডেস্ক
মুশফিক-ইমরুল-মমিনুলরা আজ ফিটনেস পরীক্ষা দিচ্ছেন
মমিনুল,ইমরুল,মুশফিক

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে অংশ নেয়ার আগে ফিটনেস টেস্টে নামছেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন তারকা মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মমিনুল হকরা।

আজ মঙ্গলবার বিকালে মিরপুর স্টেডিয়ামে তাদের ফিটনেস পরীক্ষ করা হবে। বৃস্পতিবার ২ ফেব্রুয়ারি ভারতে উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ দল।

৯ ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু’দলের মধ্যেকার একমাত্র টেস্ট ম্যাচটি। 

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালী সময়ে ইনজুরিতে আক্রান্ত হন তারা।

সফল সূচি: ২ ফেব্রুয়ারি ভারতে পৌঁছবে বাংলাদেশ দল।  ৩ ও ৪ তারিখ প্রস্তুতি নেবে টাইগারা।   ৫-৬ ফেব্রুয়ারি ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে জিমখানায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা।  ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।