English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ১০:০৮

রিয়ালকে ছুঁতে পারলনা বার্সা

নিজস্ব প্রতিবেদক
রিয়ালকে ছুঁতে পারলনা বার্সা

স্পোর্টস ডেস্ক: লা লিগার শিরোপা দৌড়ে আবারও হোঁচট খেল বার্সেলোনা। রোববার রিয়াল বেটিসের মাঠে সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে কাতালানরা। লিওনেল মেসির পাসে লুইস সুয়ারেজ গোলে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 এ ম্যাচ জিততে পারলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিলো বার্সার। এদিন প্রথমার্ধ গোলশূন্য ছিলো। ম্যাচের ৭৫ মিনিটে অতিথিদের জালে বল পাঠান বেটিসের স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্স আলেগ্রিয়া।   নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন উরুগুইয়ান ‘গোলমেশিন’ সুয়ারেজ। তিন মিনিটের ইনজুরি টাইমে আর কেউই গোলের দেখা পাননি। ফলে রিয়াল থেকে ২ পয়েন্ট দূরে থেকেই ম্যাচ শেষ করলো স্পেনিশ জায়ান্টরা।