English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৬

২ ফেব্রুয়ারি ভারত যাচ্ছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ভারত যাচ্ছে টাইগাররা
বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: একটি টেস্ট খেলতে আগামী ২ ফেব্রুয়ারি ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  

দলের নেতৃত্বে থাকবেন নিউজিল্যান্ড সফলে চোট পাওয়া নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। 

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক  ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু’দলের মধ্যেকার একমাত্র টেস্ট ম্যাচটি।

সফল সূচি: ২ ফেব্রুয়ারি ভারতে পৌঁছবে বাংলাদেশ দল।  

৩ ও ৪ তারিখ প্রস্তুতি নেবে টাইগারা। 

৫-৬ ফেব্রুয়ারি ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে জিমখানায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। এবং 

৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।