English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৫:১৯

লিটনের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে লিড নিল ইস্ট জোন

নিজস্ব প্রতিবেদক
লিটনের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে লিড নিল ইস্ট জোন

স্পোর্টস ডেস্ক: দিনাজপুরের ছেলে লিটন শুরুটা করেছেন স্কুল ক্রিকেটে। এরপর ডাক পান বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলে। সেটা ২০১২ সালের কথা। এরপর বিকেএসপি হয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট দলগুলো ঘুরে পৌঁছেন জাতীয় দলে। 

২০১৫ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় লিটন দাসে। একই সিরিজে ওয়ানডের দরজাটাও খুলে যায় তার জন্য। কিন্তু জায়গা ধরে রাখতে পারলেন না প্রবল সম্ভাবনাময় এই তরুণ।

রোববার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।

সেই সঙ্গে জানান দিলেন, মাঝে কিছুটা দুঃসময় গেছে হয়তো, কিন্তু তিনি হারিয়ে যেতে আসেননি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম পর্বের দ্বিতীয় দিনে দারুণ ডাবল সেঞ্চুরিটির দেখা পেয়েছেন লিটন। 

এযাবৎ কালে অংশ নেয়া সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর ঘরোয়া ক্রিকেটে রানেই ছিলেন। 

রোববার ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে দ্বিশতক তুলে নিয়ে সেটারই ধারাবাহিকতা ধরে রেখেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব মিলিয়ে এটা তার ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের পঞ্চম আসরের প্রথম পর্বের এই ম্যাচে রোববার ৬০ রানে অপরাজিত থেকে ক্রিজে এসেছিলেন লিটন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২১ বলে ২০০ রানে অপরাজিত আছেন উদ্বোধনীতে নামা এই ব্যাটসম্যান। ২৪ চার ও ৪ ছয়ে ইনিংসটি সাজিয়েছেন ২২ এই ডানহাতি।

লিটনের শতকের দিনে দারুণ অবস্থায় আছে ইস্ট জোন। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছে দলটি। এর আগে আবু জায়েদের ৫ উইকেটের তোপে প্রথম দিনে প্রথম ইনিংসে ২২৪ রান তুলে গুটিয়ে গেছে সেন্ট্রাল জোন। আর ১০৮ রানের লিড নিয়েছে লিটনের দল।