English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ১২:২১

আইসিসি’র ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের পরে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
আইসিসি’র ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের পরে পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত স্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি।

এতে দেখা যায় র‌্যাংকিংয়ে ৮৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পেছনে থাকছে পাকিস্তান। আর ৯১ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে টাইগাররা।সেখানে পাকিস্তানের অষ্টম স্থানে রয়েছে।

বৃহস্পতিবার শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। সিরিজে দু’টি ম্যাচ জিতলেই র‌্যাংকিং-এ বাংলাদেশকে হটিয়ে সপ্তম স্থানে উঠার সম্ভাবনা ছিলো পাকিস্তানের। কিন্তু পারলো না পাকিস্তান।  ওয়ানডে র‌্যাংকিং-এর শীর্ষে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। আইসিসি ওয়ানডে র‌্যাংকিং : র‌্যাংকিং - দল - রেটিং ১ অস্ট্রেলিয়া ১২০ ২ দক্ষিণ আফ্রিকা ১১৬ ৩ ভারত ১১২ ৪ নিউজিল্যান্ড ১১১ ৫ ইংল্যান্ড ১০৭ ৬ শ্রীলংকা ১০১ ৭ বাংলাদেশ ৯১ ৮ পাকিস্তান ৮৯ ৯ ওয়েস্ট ইন্ডিজ ৮৬ ১০ আফগানিস্তান ৫২ ১১ জিম্বাবুয়ে ৪৮ ১২ আয়ারল্যান্ড ৪২