English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ০৪:৩২

আক্ষেপের অবসান, হেরেও তৃপ্তি পেল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
আক্ষেপের অবসান, হেরেও তৃপ্তি পেল  পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ সিরিজ হারার পরও তৃপ্তি পেয়েছে পাকিস্তান। পঞ্চম ও শেষ ওয়ানডেতে অসিদের দেয়া ৩৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১২ রানে থামে পাকিস্তান। ফলে ম্যাচ হারে সফরকারীরা ৫৭ রানে। 

এই ম্যাচেও তৃপ্তির ঢেঁকুর গিলছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ৩৫ বছরের আক্ষেপ ঘুচেছে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম।  ২২ বছর বয়সী বাবর আজম ওয়ানডেতে দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতেই সেঞ্চুরি পেয়েছেন। 

এর আগে জহির আব্বাস ১৯৮১ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। সেই ম্যাচে জহির আব্বাস ১০৮ রান করেছিলেন তিনি।

বৃহস্পতিবার অ্যাডিলেডে বাবর আজম আউট হয়েছেন ১০০ রান করে। ১০৯ বলে সাত চার ও এক ছয়ে ১০০ রান করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি বাবর আজমের চতুর্থ সেঞ্চুরি। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচের সেঞ্চুরি হাঁকান পাকিস্তানি এই ক্রিকেটার।