English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১৪:৫৯

মাত্র ২ রানের জন্য বিশ্বরেকর্ড বঞ্চিত ওয়ার্নার-হেড

অনলাইন ডেস্ক
মাত্র ২ রানের জন্য বিশ্বরেকর্ড বঞ্চিত ওয়ার্নার-হেড

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানী বোলারদের দর্শক বানিয়ে একের পর এক চার-ছয় মেরে যখন বিশ্বরেকর্ড থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন ডেভিড ওয়ার্না। 

তবে বিশ্বরেকর্ডের আক্ষেপ থাকলেও আজ অসিদের হয়ে অ্যাডিলেডে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন ওয়ার্নার-হেড।  

২৮৪ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরে যাওয়ার সময় কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি, কারণ সেঞ্চুরি পূর্ণ করার পরই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন তিনি। একটা সময় তো ব্যাটই করতে পারছিলেন না ওয়ার্নার। আউট হওয়ার সময় কিছুটা আক্ষেপও সঙ্গী হয়েছে এই ব্যাটসম্যানের। 

এর আগে ২০০৬ সালে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে লডসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ২৮৬ রানের জুটি বাঁধেন উপুল থারাঙ্গা ও সনাথ জয়সুরিয়া। এই রেকর্ড ভাঙার নিশ্বাস দূরত্বে ছিলেন ওয়ার্নার-হেড জুটি। জুনায়েদ খানের বলে বাবর আজমের তালুবন্দি হওয়ার আগে ১২৮ বলে ১৭৯ রান করেন ওয়ার্নার। ১৯ চার ও ৫ ছয়ে এই রান করেন তিনি।

এর আগে ২০১৩ সালে শন মার্শ ও অ্যারন ফিঞ্চের করা ২৪৬ রানই ছিল উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার সেরা জুটি। আজ সেটাকে নতুনভাবে গড়লেন ওয়ার্নার-হেড জুটি। আজ নিজের সর্বোচ্চ ১৭৮ রানের রেকর্ডটাকে ছাড়িয়ে গেলেন ওয়ার্নার। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ১৩৩ বলে ১৭৮ রান করেন তিনি। আর ছয় রান করলে বাংলাদেশের বিপক্ষে করা শেন ওয়াটসনের ১৮৫ রানের রেকর্ডটা ভাঙতে পারতেন ওয়ার্নার। ওয়ানডেতে কোনো অসি ব্যাটসম্যানের  ১৮৫ই সর্বোচ্চ রান।

ওয়ার্নারের ১৭৯ ও ট্রাভিস হিডের ১২৮ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের পাহাড় গড়ছে স্বাগতি অস্ট্রেলিয়া।