English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ০২:৪১

দেশে ফিরেছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।ওয়ানডে, টি-টুয়েন্টি এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পুরো টিমের সদস্য বেশ হতাশ।

বুধবার রাতে পৌনে ১১টার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। দীর্ঘ বিমান যাত্রার ফলে ক্লান্তি ছিল খেলোয়াড়রা। বিমান বন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি নিজেদের বাসায় চলে যান।

নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি ও ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে লড়াই করতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। যে দলটি দেশের মাটিতে একের পর এক সাফল্য পেয়েছে ওয়ানডেতে, সেই তারা প্রতিরোধ গড়তে পারেনি প্রতিপক্ষের মাটিতে।

এরপর মুশফিকুর রহীমের নেতৃত্বে টেস্ট সিরিজ শুরু হয়েছিল দারুণ সম্ভাবনা নিয়ে। কিন্তু প্রথম টেস্টে প্রায় চারদিন এগিয়ে থেকেও শেষে অবিশ্বাস্য হার বরণ করতে হয়েছে।

জাতীয় দলের সাথে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরেননি। তিনি অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে ছুটি কাটাতে গেছেন। এই মাসের শেষে ফিরে আসবেন। বাংলাদেশ দল দেশে ফিরে বিশ্রাম পাচ্ছে না। 

আগামী মাসের ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে একমাত্র টেস্ট শুরু করতে হবে।