English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০৯

কলঙ্কে সোনা হারাল বোল্ট

অনলাইন ডেস্ক
কলঙ্কে সোনা হারাল বোল্ট
জ্যামাইকান কিংবদন্তি উসেইন বোল্ট

স্পোর্টস ডেস্ক: রিও অলিম্পিক্সসহ তিনটি অলিম্পিক্স থেকে ন’টি সোনা জিতে অমর রেকর্ড গড়েও তা হাত ছাড়া হয়ে গেল জ্যামাইকান কিংবদন্তি উসেইন বোল্টের। 

বুধবার আইওসি জানায়, বোল্টের টিমমেট নেস্টা কার্টারের ডোপিং টেস্টে পজেটিভ ধরা পড়েছে। যেকারণে বোল্টের জেতা সোনা পত্যাহার করা হল। ২০০৮ এর বেজিং অলিম্পিক্সের রিলে দলে ছিলেন নেস্টা কার্টার। রিলে দৌড়ে সোনা জিতেছিল জ্যামাইকা। 

শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে, স্প্রিন্টার কার্টারের বিরুদ্ধেই ডোপিংয়ের অভিযোগ রয়েছে। কার্টারের নমুনায় নিষিদ্ধ ওযুধ পাওয়া গিয়েছে। যেকারণে জ্যামাইকার সোনা কেড়ে নেওয়া হল। এক্ষেত্রে বোল্টের রেকর্ডও ভেঙে গেল। এখন বোল্ডের পদকের সংখ্যা আট। 

এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা বিশ্বে বোল্ড ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে।