English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ০২:০৩

পিএসএলে মঈনের পরিবর্তে হজ

অনলাইন ডেস্ক
পিএসএলে মঈনের পরিবর্তে হজ

স্পোর্টস ডেস্ক: পরিবারের সঙ্গে ওমরাহ হজ পালনের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন না ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড় মঈন আলি। 

জাতীয় দলের সঙ্গে বর্তমানে ভারতে অবস্থান করছেন মঈন। কোয়েটার কার্লোস ব্রাথওয়েটের পরিবর্তে তার নাম ঘোষণা করা হয়েছিল। নিজের এজেন্টের মাধ্যমে পিএসএলের সঙ্গে আলোচনা করছিলেন যে তাকে পিএসএলের সময় পাওয়া যাবে কী না। মক্কায় ওমরাহ পালনের বিষয়টির পরিকল্পনার পরে কোয়েটাকে তাৎক্ষণিকভাবে সেটি অবগত করেন তিনি। তার পরিবর্তে সেখানে খেলবেন বর্ষীয়ান অস্ট্রেলীয় খেলোয়াড় ব্র্যাড হজ। 

আরব আমিরাতে ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে শুরু হয়ে মার্চের ৭ তারিখ পর্যন্ত পিএসএল।