English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ০১:৩৩

কারাগারের 'যমুনা সেলে' আরাফাত সানি

নিজস্ব প্রতিবেদক
কারাগারের 'যমুনা সেলে' আরাফাত সানি

ঢাকা: ক্রিকেটের স্পিন বলের মতোই ঘুরছে আরাফাত সানির ঠিকানা। একবার থানায় আবার কোর্টে আবার কারাগারে। তবে আপাতত তিনি এখন কেরানীগঞ্জে নতুন স্থাপিত কেন্দ্রীয় কারাগারের 'যমুনা সেল'। 

মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে ক্রিকেটার সানির আদালতে তোলা হয়। এসময় তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, একটি প্রিজনভ্যান বিকাল ৫টার দিকে কেরানীগঞ্জের নতুন কারাগারের আরাফাত সানিকে পৌঁছে দেয়। এরপর তাকে কারাগারের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে 'যমুনা সেলে' রাখা হয়। 

তথ্যপ্রযুক্তি আইনে সানির স্ত্রী দাবি করে এক তরুণীর দায়ের করা মামলায় রোববার সাভারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জাতীয় দলের এই স্পিনার।