English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৫৪

পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আসছে

অনলাইন ডেস্ক
পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আসছে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে আজহার আলীকে সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু ধারণা করা হচ্ছে, টেস্ট দলের বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হক অবসর নিলে তার স্থলাভিষিক্ত হবেন আজহার।

জানা গেছে, পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ইচ্ছা টি২০ অধিনায়ক শরফরাজ আহমেদই মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ওয়ানডে দলের দায়িত্ব গ্রহণ করুক। 

এ ব্যাপারে ইনজামাম পিসিবি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। তবে অস্ট্রেলিয়ায় বাজে একটি সফরের পরে পিসিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ জাতীয় দলে ব্যাপক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন।

পিসিবির একটি সূত্রটি জানিয়েছে, ইনজামাম ও পিসিবি চেয়ারম্যান চাচ্ছেন, মিসবাহ ও সিনিয়র ব্যাটসম্যান ইউসিন খান তাদের অবসর নিয়ে বোর্ডকে অবহিত করুক। 

সূত্রটি নিশ্চিত করেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে আজহার নিয়মিত অধিনায়ক হিসেবে মিসবাহর স্থলাভিষিক্ত হবেন। কিন্তু শরফরাজ টি২০ দলের বাইরে ক্যারিবীয় সফরে বাড়তি দায়িত্ব হিসেবে ওয়ানডে দলেরও নেতৃত্ব দিবেন।