English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৭:২৩

আমি যেভাবে আউট হয়েছি তা এক্কেবারে ‘রাবিশ’

নিজস্ব প্রতিবেদক
আমি যেভাবে আউট হয়েছি তা এক্কেবারে ‘রাবিশ’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল খান

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৯ উইকেটের পরাজয়ের পর মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক তামিম ইকবাল খান।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘একজন ক্যাপ্টেন হিসেবে দলকে যেভাবে নেতৃত্ব দেওয়ার দরকার ছিল, আমি তা পারিনি। দ্বিতীয় ইনিংসে আমি যেভাবে আউট হয়েছি এটা মোটেই ক্যাপ্টেন সুলভ ছিল না। এই পরাজয়ের পুরো দায়ভার আমার। এরজন্যে আমি ক্ষমা প্রার্থী।’

তিনি আরো বলেন, ‘যেভাবে আউট হয়েছি-‘রাবিশ’। আমার উচিত ছিল দীর্ঘ সময় ব্যাট করা। আমি পুরো দায় নিচ্ছি। আমি ওই শটটা না খেললে, কঠিন পথটা বেছে নিতে পারলে ম্যাচ অন্য রকম হতো।’