English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৩:১১

এমএনএস নৈপূণ্যে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

নিজস্ব প্রতিবেদক
এমএনএস নৈপূণ্যে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

স্পোর্টস ডেস্ক: এইবারের ঘরের মাঠে মেসি-নেইমার-সুয়ারেজত্রয়ীর নৈপূণ্যে ৪-০ গোলে হারিয়ে লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়েছে কাতালানরা। এখন দুদলের ২ পয়েন্ট ব্যবধান রয়েছে।

এইবারের মাঠে বার্সার হয়ে একটি করে গোল করেছেন মেসি-নেইমার-সুয়ারেজত্রয়ী। অপর গোলটি করেছেন ডেনিস সুয়ারেজ।

ম্যাচের ৩১ মিনিটে ডেনিস সুয়ারেজের গোলটি বার্সার হয়ে তার প্রথম গোল। ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি এবং ৬৮ মিনিটে তৃতীয় গোলটি করেন লু্ইস সুয়ারেজ। যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন নেইমার।

এই জয়ে ১৯ ম্যাচ শেষে তিনে থাকা বার্সার পয়েন্ট ৪১, সেভিয়ার ৪২। শীর্ষে থাকা রিয়াল এক ম্যাচ কম খেলেই ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। গোল.কম।