English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১০:৫৮

নিউজিল্যান্ডকে ১০৮ রানের লিড দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডকে ১০৮ রানের লিড দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বাগতিকদের সমানে জয়ের জন্য ১০৮ রানের টার্গেট দিয়েছে তামিম-সাকিবরা।

শেষ মুহূর্তে ৫১ রানের জুটি গড়েন দুই পেসার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। ৩৩ রান করে ফিরেন নয় নম্বর ব্যাটসম্যান তাসকিন। ৭ রানে ফিরেন রুবেল হোসেন। ১০ নম্বর বাটসম্যান কামরুল অপরাজিত থাকেন ২৫ রানে। 

নিউজিল্যান্ডের তিন পেসার নিল ওয়েগনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট নেন। অন্য উইকেটটি অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল করার সুযোগ মিলেনি বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের। এর আগে আজ চতুর্থ দি সকালে ৭ উইকেটে ২৬০ রান নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। ৫৬ রান নিয়ে খেলতে নামা নিকলস ৯৮ রানে আউট হন। মাত্র ২ রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেননি। মিরাজের শিকার হয়ে ফিরে যান তিনি।৩৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের পক্ষে সাকিব ৪টি, কামরুল ইসলাম রাব্বি এবং মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট পান। তাসকিন আহমেদ পেয়েছেন ১টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ রান করে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। তামিম ফিরে যাওয়ার পর মাহমুদুল্লাহকে নিয়ে ভালোই খেলছিলেন সৌম্য সরকার। কিন্তু ৩৬ রানে তিনি বিদায় নেন। এরপর সাকিব আল হাসান আউট হন ৮ রান করে।

এরপর মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে কিছুদুর এগিয়ে যায় বাংলাদেশ। ওয়াগনারের বলে ৩৮ রানে ফিরেন তিনি। এছাড়া সাব্বির রহমান ও নুরুল হাসান ফিরেন শূন্য রানে।