English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১৬:২১

লাথামের সেঞ্চুরি, সঠিক জবাব দিচ্ছি নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
লাথামের সেঞ্চুরি, সঠিক জবাব দিচ্ছি নিউজিল্যান্ড

স্পোরট ডেস্ক: ওয়েলিংটন টেস্টে টম লাথামের অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে ভর করে সঠিক জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। নিজেদের মাঠ বেসিন রিজার্ভে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫৯৫ রানের জবাবে আজ ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। লাথামের অপরাজিত ১১৯ এবং উইলিয়ামসনের ফিফটিতে ৩ উইকেটে দিনশেষে ২৯২ রান করেছে দলটি। ফলে তৃতীয় দিন শেষে সফরকারী বাংলাদেশের চেয়ে ৩০৩ রানে পিছিয়ে রয়েছে কিউইরা।

এর আগে সাকিবের ক্যারিয়ারসেরা ২১৭ এবং মুশফিকের ১৫৯ রানে গতকাল ৭ উইকেটে ৫৪২ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আগের দিন ১০ রানে অপরাজিত থাকা সাব্বির রহমান আজ ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন। টেস্টে এটি তার দ্বিতীয় ফিফটি।এরপর ৮ উইকেটে দলীয় সংগ্রহ ৫৯৫ হলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।৫৪ রানে অপরাজিত থাকেন সাব্বির।

জবাব দিতে নেমে দলীয় ৫৪ রানের সময় স্বাগতিক ওপেনার জিৎ রাভালকে (২৭) সাজঘরে ফেরত পাঠান কামরুল ইসলাম রাব্বী। এরপর দলীয় ১৩১ রানের সময় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৫৩) ফেরান অভিষেক টেস্ট খেলা  তাসকিন আহমেদ। এরপর অভিজ্ঞ রস টেইলরকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন রাব্বী। তৃতীয় দিন শেষে ল্যাথাম ১১৯ এবং নিকোলাস ৩৫ রানে অপরাজিত থাকেন।