English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১০:২৫

ফিল্ডারের সাহায্য ছাড়াই ১০ উইকেট শিকার!

অনলাইন ডেস্ক
ফিল্ডারের সাহায্য ছাড়াই ১০ উইকেট শিকার!
১০ উইকেট শিকার করা মোহাম্মদ আলি

স্পোর্টস ডেস্ক:  টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট রেকর্ড আছে ভারতের অনিল কুম্বলের। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন। তবে  কোনো বিদেশী দল নয় এবার নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের মোহাম্মদ আলি নামের ওই বোলার এই বিরল কৃতিত্ব অর্জন করলেন। কুম্বলের চেয়ে তার কৃতিত্ব অনেকাংশে আরো বেশি। কারণ বিপক্ষ দলের ১০ উইকেট নেয়ার ক্ষেত্রে কোনো ফিল্ডারের সাহায্যই দরকার হয়নি আলির। 

৯ জন ব্যাটসম্যানকে বোল্ড এবং একজনকে এলবিডব্লু করেছেন মোহাম্মদ আলি।পাকিস্তানের তিন নম্বর জোনের হয়ে সাত নম্বর জোনের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন এই ক্রিকেটার। 

টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় সাত নম্বর জোন। মোহাম্মদ জোড়া উইকেট নেন। প্রথম ইনিংসে ২১৮ রানের লিড নেয় তিন নম্বর জোন। এরপরেই দেখা যায় মোহাম্মদের জাদু। এই ডান হাতি পেসারের দাপটে মাত্র ২৩ রানেই গুটিয়ে যায় বিপক্ষ দলের দ্বিতীয় ইনিংস।