English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১০:০০

টেইলরকে ফিরালেন রাব্বি

অনলাইন ডেস্ক
টেইলরকে ফিরালেন রাব্বি

স্পোর্টস ডেস্ক: দারুন এক ডেলিবাড়িতে টেইলরকে সাজঘরে পাঠালেন কামরুল হাসান রাব্বি। টম লাথাম-টেইলরের ৭৪ রানে জুটি ভাঙেন তিনি। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ৪০ রান যোগ করেন টেইলর।  

আজ ম্যাচের তৃতীয় দিনে চা বিরতির পর উইলিয়ামসন-লাথাম জুটি গড়ে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলো। তাদের সেই জুটি ভেঙে প্রথম টেস্ট অভিষেক উইকেট লাভ করেন তাসকিন। উইলিয়ামসন বিদায় নিয়েছেন ৫৩ রান করে। 

এখনও লাথাম ক্রিজে আছেন ৮২ ও হেনরি নিকলস ৬ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৩৩ রান। এর আগে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ করে ইনিংস ঘোষণা করে।