English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:৪৬

রেকর্ড গড়ে কোয়ার্টারফাইনালে রিয়াল

নিজস্ব প্রতিবেদক
রেকর্ড গড়ে কোয়ার্টারফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক : কোপা ডেল'রের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে সেভিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ড্র'র পরও দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে কোয়ার্টারফাইনালে উঠলো রিয়াল। পাশাপাশি, টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়ে তারা।

এ জয়ের ফলে স্প্যানিশ ফুটবলে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়লো রিয়াল মাদ্রিদ। আগে এমন রেকর্ডের মালিক ছিলো বার্সেলোনা। গত মৌসুমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিলো বার্সা।   গেল সপ্তাহে নিজেদের মাঠে কোপা ডেল'রের প্রথম লেগে ৩-০ গোলে শেষ আটে এক পা দিয়েই রেখেছিলো রিয়াল মাদ্রিদ। তাই আজকের খেলায় ড্র বা ছোট ব্যবধানে হারলেও সমস্যা থাকতো না তাদের। কিন্তু নিজেদের মাঠে ঝলসে উঠে সেভিয়া।

দলের এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবেই বেশ খুশী জিদান, 'এমন রেকর্ডের জন্য খেলোয়াড়ই দায়ী। তাদের দুর্দান্ত পারফরমেন্স রিয়ালকে বড় সাফল্য এনে দিয়েছে। মৌসুমে বাকী ম্যাচগুলোতেও আরও দুর্দান্ত পারফরমেন্স করবে খেলোয়াড়রা, এমনটাই প্রত্যাশা জিদানের।'