English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১৫:৫৫

মুশফিকের হাতে ‘রহস্যময় কয়েন’!

অনলাইন ডেস্ক
মুশফিকের হাতে ‘রহস্যময় কয়েন’!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ব্যাটিংয়ের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম ইনজুরি থেকে ফিরেই দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে তুলে নিয়েছেন নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। 

তবে মুশির সেঞ্চুরি থেকেও দর্শক, সাংবাদিক এমনকি বাংলাদেশ দলের অনেকের কাছেই রহস্য হয়ে রইলো উদযাপন। বাউন্ডারি মেরেই সেঞ্চুরি পূর্ণ যথারীতি ছোট একটা লাফ। ব্যাট উঁচিয়ে উদ্‌যাপন শেষ করে সঙ্গী সাকিব আল হাসানের সঙ্গে আলিঙ্গন। এরপরই কী যেন খুঁজতে পকেট হাতড়াতে লাগলেন মুশফিকুর রহিম। অবশেষে পেয়েও গেলেন তা। পকেট থেকে সেই জিনিস বের করে দেখালেন ড্রেসিংরুমের দিকে। মুখে দুষ্টুমির হাসি।

তখন সবার কাছে প্রশ্ন ছিলো সেঞ্চুরি পর কী দেখালেন মুশফিক? কেন দেখালেন, কাকেই বা দেখালেন? অনেকে বলছেন ওটা ছিল একটা কয়েন, অনেকে বলছেন আংটি। আসলে কী? চা বিরতির সময় ভেদ হলো রহস্যের। মুশফিক আসলে দেখিয়েছেন একটা কয়েনই।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে যখন খেলা থেকে দূরে ছিলেন, তখনকার এক ঘটনা। মুশফিকের পকেট থেকে একদিন একটা কয়েন পড়ে গিয়েছিল মাটিতে। সামনে থাকা তামিম ইকবাল সেটি কুড়িয়ে মুশফিকের হাতে তুলে দিয়ে বলেন, ‘কয়েনটা পকেটে রেখে দিয়েন। এটা পকেটে রাখলে রান পাবেন।’ 

দুষ্টুমিটা বুঝেও মুশফিকের পাল্টা প্রশ্ন ছিল, ‘এটা রাখলে রান পাব মানে! কেন?’ তামিম বিষয়টাকে আরও রহস্যময় করে তুলে বলেছিলেন, ‘পকেটে রেখেই দেখেন না, রান পাবেন…।’

তামিমের কথা বিশ্বাস করেছিলেন কি না কে জানে, তবে আজ সেই কয়েন পকেটে নিয়েই মাঠে নেমেছিলেন মুশফিক। রান তো পেলেনই, দুর্দান্ত খেলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটাও পেয়ে গেলেন বেসিন রিজার্ভেই।