English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১১:১৮

২১৭ রানে ফিরলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
২১৭ রানে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পক্ষে টেস্টে ব্যক্তিগত ও দেশের হয়ে সর্বোচ্চ ২১৭ রানের রেকর্ড গড়ে ওয়াগনারের বলে আউট হয়েছেন সাকিব আল হাসান। এদিন তিনি ব্যক্তিগত প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে বাংলাদেশের পক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তামিম করেছিলেন ২০৬ রান।

ওয়ানডে স্টাইলে ডাবল সেঞ্চুরি করতে সাকিব খেলেছেন ২৭৬ বল। ইনিংসে তার ৩১টি চারের রয়েছে। যার গড় ৭৮.৬২। 

এর আগে দেশে হয়ে সাকিব-মুশফিক জুটি রেকর্ড ৩৫৯ রান সংগ্রহ করেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫৩৮ রান ৬ উইকেটে। সাব্বির ও মেহেদি হাসান মিরাজ অপরাজিত থেকে ব্যাটিং করছেন।